জমি , বাড়ি , প্রপার্টি ও সম্পত্তির ওপর স্ত্রীদের কতটুকু অধিকার

এলাহাবাদ হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ আদেশে বলেছে, স্ত্রীর নামে স্বামীর কেনা সম্পত্তি পারিবারিক সম্পত্তি হিসেবে গণ্য হবে। হিন্দু পরিবারগুলির ঐতিহ্য হল স্বামীরা তাদের স্ত্রীর নামে জমি ক্রয় করে -এমনটাই মনে করে আদালত 



একটি সম্পত্তি বিবাদ মামলায় এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছে যে, একজন ব্যক্তি তার গৃহিণী স্ত্রীর নামে যে সম্পত্তি কিনেছেন তা পারিবারিক সম্পত্তি, কারণ তার স্ত্রীর আয়ের কোন উত্স নেই বিচারপতি অরুণ কুমার সিং দেশওয়াল বলেছেন, হিন্দু স্বামীদের স্ত্রীর নামে সম্পত্তি ক্রয় করাটা একদম সাধারণ ব্যাপার

আপিলকারী কি দাবি করেছিল?

আদালত তার রায়ে স্পষ্ট বলেছেন , স্ত্রীর আয় থেকে কোন নির্দিষ্ট সম্পত্তি কেনা হয়েছে, এমনটা প্রমাণিত না হওয়া অবধি সেই সম্পত্তি স্বামীর আয় থেকে কেনা হয়েছে বলে মনে করা হয়।এখানে আপিলকারী সৌরভ গুপ্তের দাবি ছিল, তাকে তার বাবার কেনা সম্পত্তির এক-চতুর্থাংশ তার নামে স্তানানতরিত করা হোক।তার দাবি ছিল যেহুতু সম্পত্তিটি তার প্রয়াত বাবা কিনেছিলেন , তাই তিনি ও তার মায়ের সঙ্গে সমভাগি।সৌরভ গুপ্তর মা এই মামলায় বিবাদী পক্ষ

আদালত কি নির্দেশ দিল ?

সৌরভের মা এই মামলায় একটি লিখিত বিবৃতিতে কোর্ট কে জানিয়েছিলেন, ওই সম্পত্তিটি তার স্বামী অর্থাৎ সৌরভের বাবা তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। তাই সেই সম্পত্তির ওপর সৌরভের কোন অধিকার নেই। এর বিরুদ্ধে সৌরভ হাইকোর্ট এ আবেদন করেছিলেন। আপিলকারীর আপিল গ্রহণ করে আদালত 15 ফেব্রুয়ারী তার রায়ে বলেছে যে একজন হিন্দু স্বামী তার গৃহিণী স্ত্রীর নামে যে সম্পত্তি ক্রয় করেছেন তা স্বামীর ব্যক্তিগত আয় থেকে কেনা বলে বিবেচিত হবে, যেহেতু স্ত্রীর কোন সম্পত্তি বা নিজের কোন আয় নেই। এই ধরনের সম্পত্তি হিন্দু পরিবারের যৌথ সম্পত্তি হয়ে যায় যার ওপর ছেলে-মে এর সমান অধিকার থাকে। তাই সৌরভ সেই সম্পত্তির সমান অধিকারী