স্নাতক হলেই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর ভাক্যান্সি! শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় ট্রেইনি পদের জন্য আবেদন গ্রহণ চলছে। এই প্রক্রিয়ায় মোট ৩ হাজার শূন্যপদ পূরণ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২১ ফেব্রুয়ারি, শেষ তারিখ ৬ মার্চ। পরীক্ষা হবে ১০ মার্চ।
তবে এই তারিখ পরিবর্তিত হতে পারে। যোগ্যতার জন্য শেষ তারিখ ৩১ মার্চ রাখা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা nats.education.gov তে নিজেদের রেজিস্ট্রেশন করতে পারবেন।  

নির্বাচন প্রক্রিয়া: প্রথমে অনলাইন লিখিত পরীক্ষা হবে, সেখানে পাস করলে স্থানীয় ভাষা পরীক্ষা নেওয়া হবে। 
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই স্নাতক হতে হবে। ৩১ মার্চ ২০২০, এর পর পাস সার্টিফিকেট সহ স্নাতক হতে হবে। 

আরও পড়ুন : পূর্ব বর্ধমান জেলায় কর্মিখালি, শূন্যপদ ৪৯টি
পরীক্ষার সিলেবাস: কোয়ান্টাটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, রিজনিং এবিলিটি, কম্পিউটার নলেজ, বেসিক রিটেইল লয়াবিলিটি প্রোডাক্ট এবং বেসিক ইন্স্যুরেন্স প্রোডাক্টগুলির জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে।শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন করার পর এক বা একাধিক বছরের প্রশিক্ষণ বা চাকরির অভিজ্ঞতা থাকা ব্যক্তিরা শিক্ষানবিশ হিসেবে নিয়োগের জন্য যোগ্য।
বয়স সীমা: শিক্ষানবিশ পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর ১ এপ্রিল ১৯৯৬ থেকে ৩১ মার্চ ২০২৪ এর মধ্যে জন্মতারিখ হতে হবে। এর মধ্যে SC/ST/OBC রা বয়সে ছাড় পাবেন। 
বেতন: গ্রামীণ - আধা শহরে - শাখা থাকলে ১৫ হাজার টাকা
শহরে থাকলে - ১৫ হাজার টাকা
মেট্রো - ১৫ হাজার টাকা 
আবেদন পদ্ধতি: শিক্ষানবিশ পোর্টাল https://www.nats.education.gov.in । যদি প্রোফাইল ইতিমধ্যেই apprenticeshipindia.gov.in-এ তৈরি করা থাকে, লগইন করুন এবং আবেদন করুন।
একটি নতুন প্রোফাইলের জন্য শিক্ষানবিশ পোর্টালে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 
লগ ইন করুন,
এরপর "বিজ্ঞাপনের খালি পদের জন্য আবেদন করুন" বিভাগে যান 
এরপর  "ভারতের কেন্দ্রীয় ব্যাংকের সাথে ইন্টার্নশিপ" সন্ধান করুন।
অ্যাকশন কলামে "প্রয়োগ করুন" বোতামটি বেছে নিন।
ব্যক্তিগত তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ দিন।
ভালো লাগল অবশ্যই Share করে দেবেন।