রাজ্যের শিক্ষকদের স্কুলে ঢোকার সময় বদল হল, কড়া নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের

 




মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময় বদল হয়েছে। এগিয়ে এসেছে পরীক্ষার টাইম। এবার শিক্ষকদের স্কুলে ঢোকার সময় বদল হল ,মাধ্যমিকের পরীক্ষার আগে নির্দেশিকা দিল মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষক-শিক্ষিকাদের আগে ঢুকতে হবে স্কুলে এমনই নির্দেশ সামনে এসেছে।
মধ্য শিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে স্কুলে ঢুকতে হবে শিক্ষক শিক্ষিকাদের।
সেক্ষেত্রে সকাল ৮ টার মধ্যেই শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে। পরীক্ষাকেন্দ্রে সকাল সাড়ে আটটার পর থেকে প্রবেশ করা শুরু করবে ছাত্রছাত্রীরা।ইতিমধ্যেই জেলায় জেলায় এই নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের থেকে দেরি করে শিক্ষক শিক্ষিকারা স্কুলে ঢুকলে তার রিপোর্ট পাঠাতে হবে পর্ষদকে। 

মাধ্যমিক পরীক্ষার সময়সীমা এগিয়ে এনেছে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে পরীক্ষা। সকাল ১১টা ৪৫ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৯টা ৪৫ মিনিটে। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।তবে রুটিনের কোনও বদল ঘটেনি। দুটি পরীক্ষার সময়ই বদলে গিয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ